আজ, ২৫ অক্টোবর ২০২৫, স্যার এ এফ রহমান হলে সফলভাবে সম্পন্ন হয়েছে Pepsodent Free Dental Camp, যা আয়োজন করেছে Dot Initiative Youth Club, Dhaka University এবং সার্বিক সহযোগিতায় ছিল স্যার এ এফ রহমান হল সংসদ।

আগামী ২৭ অক্টোবর ২০২৫, সকাল ১০:৩০ থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত আমাদের পরবর্তী ক্যাম্প অনুষ্ঠিত হবে রোকেয়া হলে।

এই ক্যাম্পে শিক্ষার্থীরা পাচ্ছেন —
✅ ফ্রি ডেন্টাল চেকআপ
✅ দাঁতের বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ
✅ ফ্রি Pepsodent টুথপেস্ট

এই উদ্যোগের মূল লক্ষ্য — দাঁতের যত্ন ও মৌখিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *