তরুণদের মধ্যে নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা গড়ে তোলায় সোশ্যাল মিডিয়ার কৌশলগত ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ কর্মশালা। বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজন করা হয় কর্মশালাটি।
Social Media Presence for Leadership and Professional Growth’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে ডট ইনিশিয়েটিভ, সহযোগিতায় ছিল অ্যাস্পায়ার ইন্সটিটিউট। বিকেল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই আয়োজন। কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, তরুণদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের সচেতন ও কার্যকর ব্যবহার নিয়ে ধারণা তৈরি করাই ছিল মূল উদ্দেশ্য।
প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে ছিলেন যমুনা টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট মাহফুজ মিশু এবং ইপাঠশালাবিডির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন খান। কর্মশালার বিভিন্ন সেশনে আলোচনা হয়— কীভাবে লিংকডইন প্রোফাইল ব্যবস্থাপনার মাধ্যমে পেশাগত পরিচিতি তৈরি করা যায়, ফেসবুক, এক্স (টুইটার), ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে নেতৃত্বগুণ ও প্রভাব বিস্তারের কৌশল, এবং নিরাপত্তা ও পেশাগত শুদ্ধতা বজায় রাখার পদ্ধতি নিয়ে।
আয়োজনে ছিল অংশগ্রহণকারীদের জন্য প্রশ্নোত্তর পর্ব ও নেটওয়ার্কিং সেশন। শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় সনদ। আয়োজকরা জানান, এই কর্মশালায় অর্জিত ডিজিটাল দক্ষতা শিক্ষার্থীদের ভবিষ্যতের পেশাগত অগ্রগতিতে সহায়ক হবে।
https://dailyajkerbangla.com/archives/4100


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *